২০৫০ সালে ২১৬ মিলিয়ন মানুষ দেশান্তরিত হবে
জলবায়ু পরিবর্তনের কারণে মানুষের সুস্থতা এবং দারিদ্র্যের উপর যে প্রভাব পড়ছে তা ক্রমবর্ধমানভাবে দৃশ্যমান হচ্ছে। এ ধারা অব্যাহত থাকলে আগামী ১০ বছরে ১৩২ মিলিয়ন মানুষ দরিদ্র হয়ে যাবে। এছাড়া বিশ্ব ব্যাংকের সাম্প্রতিক গবেষণা অনুসারে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ২০৫০ সালের মধ্যে ২১৬ মিলিয়ন মানুষ দেশান্তরিত হবে।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিশ্বব্যাংক।
সংস্থাটি জানায়, ২০১৫ সালে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্যারিসে একত্রিত হয়েছিল বিশ্বের অধিকাংশ দেশ। ছয় বছর পর গ্লাসগোতে কপ-২৬ প্যারিস চুক্তির প্রতিশ্রুতি পূরণের লক্ষ্য রাখবে বলে আমরা প্রত্যাশা করছি।
বিশ্বব্যাংক জানায়, জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে আজ কোনো দেশই মুক্ত নয়। জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তঃসরকারি প্যানেলের সর্বশেষ প্রতিবেদন, ২০২১ সালের আগস্টে প্রকাশিত হয়েছিল। জলবায়ু পরিবর্তন, মানুষের সুস্থতা এবং দারিদ্র্যের উপর জলবায়ুর প্রভাবের সংযোগ ক্রমবর্ধমানভাবে দৃশ্যমান হচ্ছে।
সংস্থাটি আরও জানায়, প্যারিস চুক্তি অনুযায়ী বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াস সীমার মধ্যে রাখা। গত এক দশকে সাতটি উষ্ণতম বছরসহ বিশ্ব ইতোমধ্যেই ১.১ ডিগ্রি সেলসিয়াস উষ্ণ হয়েছে।
এসআর/এসকেডি