বিমানবন্দরে যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ সৌদি রিয়াল জব্দ
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর কাছ থেকে ২ লাখ ৭৫ হাজার সৌদি রিয়াল জব্দ করা হয়েছে। একইসঙ্গে তাদের কাছ থেকে ৬৯৭.৭৫ দিরহামও জব্দ করা হয়।
মুদ্রা পাচারের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। বুধবার বিকেলে তাদের গ্রেফতার করে এভিয়েশন সিকিউরিটি (এভসেক)।
শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল আহসান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে এভিয়েশন সিকিউরিটির (এভসেক) গোয়েন্দা দল দুবাইগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-০৪৭ এর দুইজন যাত্রীকে আটকের পর জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদ উভয় যাত্রী ৫০ হাজার করে মোট ১ লাখ সৌদি রিয়াল অবৈধভাবে বহন করার কথা স্বীকার করেন। পরবর্তীতে এভসেক সদস্যরা তাদের ব্যাগ এবং শরীর তল্লাশি করে বাংলাদেশি টাকার ৬৩ লাখ ৫৮ হাজার ৪৮৫ টাকা সমমূল্যের সৌদি রিয়াল ও দিরহাম উদ্ধার করেন (সৌদি রিয়াল ২ লাখ ৭৫ হাজার এবং ৬৯৭.৭৫ দিরহাম)। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
এআর/এসকেডি