কমতে পারে তাপমাত্রা
আজ রাতসহ আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে তাপমাত্রা কমতে পারে। এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই।
আজ রোববার (৩১ অক্টোবর) রাতে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আপাতত সারাদেশে তাপমাত্রা কমতে পারে। তবে খুব বেশি হেরফের না হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে।
আবহাওয়া অফিস জানায়, আগামী দুদিন সারাদেশের আবহাওয়ায় তেমন কোনো পরিবর্তন নেই। আগামী পাঁচ দিনের আবহাওয়াতেও উল্লেখযোগ্য পরিবর্তন নেই। সারাদেশের রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় কক্সবাজারে ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৬ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
সিনপটিক অবস্থায় বলা হয়েছে, শ্রীলঙ্কার অদূরে তামিলনাড়ু উপকূলে লঘুচাপ বিরাজমান রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
রাতে যেমন যেতে পারে ঢাকার আবহাওয়া : আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রায় শুষ্ক থাকতে পারে। উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ০৫-১০ কি.মি. বেগে বাতাস প্রবাহিত হতে পারে। রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
সন্ধ্যা ৬ টার তাপমাত্রা : ২৮ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা ৬ টায় আর্দ্রতা ছিল ৫৪ শতাংশ। গতকালের (শনিবার) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৭০ সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৮০ ডিগ্রি সেলসিয়াস।
সোমবার সূর্যোদয় ভোর ৬টা ৫ মিনিটে। আগামীকালের সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৯ মিনিটে।
একে/এইচকে