শিল্পকলা একাডেমির জেলা কমিটি গঠনে জটিলতা নিরসনে সাব কমিটি
জেলার শিল্পকলা একাডেমির কমিটি গঠন নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে সংসদীয় সাব কমিটি গঠন করা হয়েছে।
রোববার (৩১ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সাব কমিটি গঠন করা হয়।
কমিটির সভাপতি কাজী কেরামত আলীকে আহ্ববায়ক করে গঠিত সাব কমিটির অন্য সদস্যরা হলেন অসীম কুমার উকিল ও সুবর্ণা মুস্তাফা।
এ বিষয়ে সাব কমিটির প্রধান কাজী কেরামত আলী বলেন, ৪২টি জেলায় শিল্পকলা একাডেমির কোনো কমিটি নেই। কমিটি গঠনের কোথায় কী সমস্যা সেটা দেখে আমরা প্রতিবেদন দেব। আগামী ৩০ নভেম্বর কমিটির পরবর্তী বৈঠকের তারিখ নির্ধারণ করা হয়েছে। আশা করছি তার আগেই প্রতিবেদন জমা দিতে পারব।
প্রসঙ্গত, গঠনতন্ত্র অনুযায়ী জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা শিল্পকলা একাডেমির কমিটি গঠন করা হয়। কমিটি না থাকলে এডহক কমিটি গঠনেরও বিধান রয়েছে।
সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে জেলা শিল্পকলা একাডেমির পূর্ণাঙ্গ কার্যনিবাহী কমিটি গঠনে প্রধান সমস্যা ও এর থেকে উত্তরণের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সমস্যা সমাধানের লক্ষ্যে জেলা কালচারাল অফিসারকে অধিকতর দায়িত্ব প্রদান, প্রকৃত সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংস্কৃতিসেবীদের জেলা শিল্পকরা একাডেমির সদস্য হিসেবে অন্তর্ভুক্তকরণ এবং প্রকৃত সমস্যা শনাক্তকরণ ও তা প্রতিকারের উপায় উদ্ভাবনের লক্ষ্যে একটি কর্মশালা (ওয়ার্কশপ) করার উপর গুরুত্বারোপ করা হয়।
এদিকে বৈঠকে চিহ্নিত ৫১৮টি সংরক্ষিত প্রত্নস্থলের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করে পরবর্তী বৈঠকে উপস্থাপন করার এবং রাজবাড়ী ডিসি অফিসটি অন্যত্র স্থানান্তর করে নাটমন্দির সমৃদ্ধ ভবন ও ভবন সংলগ্ন এলাকা প্রত্নস্থল হিসেবে সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি সিমিন হোসেনের (রিমি) সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির সদস্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ, কাজী কেরামত আলী, অসীম কুমার উকিল, সুবর্ণা মুস্তাফা, সেলিনা ইসলাম।
এইউএ/জেডএস