বেরাইদে দুই গ্রুপের সংঘর্ষে নারীর মৃত্যু
রাজধানীর বাড্ডার বড় বেরাইদ এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে রুবিনা (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাসিদুল (২৫) নামে একজন আহত হয়েছেন।
রোববার দুপুরে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে বিকেলে আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। এরপর সেখান থেকে আনা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসক জানান, আগেই তার মৃত্যু হয়েছে।
নিহত রুবিনার ছেলে মুন্না ঢাকা পোস্টকে বলেন, জমিসক্রান্ত বিষয় ও সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আগে থেকেই প্রতিপক্ষের সঙ্গে আমাদের দ্বন্দ্ব। আজ দুপুরে ডাব পাড়াকে কেন্দ্র করে তাদের সঙ্গে আমাদের মারামারি বাঁধে। আমার চাচাত ভাই ও আরও কয়েকজন মা ও হাসিদুলকে পিটিয়ে আহত করে। পরে মাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। চিকিৎসক জানান, মা আগেই মারা গেছেন।
ডিএনসিসির ৪২ নম্বর ওয়ার্ডের কাউন্সিল মো. আইয়ুব আনসার মিন্টু ঢাকা পোস্টকে বলেন, বেরাইদের সাবেক চেয়ারম্যান হাজী জাহাঙ্গীরের সঙ্গে আমাদের পূর্বশত্রুতা রয়েছে। আজ তাদের লোকজন আমাদের ওপর হামলা চালায়। এতে রুবিনা নামে একজন মারা যায়। আহত হাসিদুল ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন।
এ বিষয়ে জানতে চাইলে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ আজাদ ঢাকা পোস্টকে জানান, এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো কাউকে আমরা গ্রেফতার করতে পারিনি। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।
এসএএ/আরএইচ