শাহজালালে দেড় কোটি টাকা মূল্যের সৌদি রিয়ালসহ দুই যাত্রী আটক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান পরিচালনা করে সৌদি রিয়াল পাচারের চেষ্টাকালে দুই যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ।
আটক যাত্রীরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার জুয়েল (৩৬) ও কুমিল্লা জেলা নিবাসী গোলাম রব্বানী (৪৬)।
শুক্রবার সকালে হোল্ডিং লাউঞ্জের ভেতর থেকে ওই দুই যাত্রীকে করা হয়। এ সময় বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৪০ লাখ টাকা সমমূল্যের সৌদি রিয়াল জব্দ করা হয়।
বিমানবন্দর আর্মড পুলিশ বলছে, জব্দ করা ওই সৌদি রিয়ালসহ বাহরাইন যাওয়ার চেষ্টা করছিলেন দুই যাত্রী।
বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, আজ শুক্রবার ভোর ৫টা ৪০ মিনিটে গালফ এয়ারের একটি ফ্লাইটে তারা বাহরাইন যাওয়ার চেষ্টা করছিলেন। সেখান থেকে তাদের যাওয়ার কথা ছিল দুবাইয়ে।
এয়ারপোর্ট আর্মড পুলিশ তাদের দুজনকে হোল্ডিং লাউঞ্জের ভেতর থেকে আটক করে। এসময় তাদের লাগেজ থেকে ছয় লাখ পাঁচ হাজার সৌদি রিয়াল উদ্ধার করা হয়, যা বাংলাদেশি টাকায় প্রায় এক কোটি ৪০ লাখ টাকার সমমূল্যের।
অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক বলেন, আটক দুই যাত্রী লাগেজগুলো বুকিং দিয়ে ফ্লাইটে ওঠার জন্য অপেক্ষা করছিলেন। উড়োজাহাজ থেকে তাদের লাগেজ তল্লাশি করে এসব মুদ্রা পাওয়া যায়। লাগেজের নিচের অংশ লুকিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন তারা।
বিমানবন্দর থানায় মামলা দায়েরপূর্বক তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।
জেইউ/এইচকে