মিরপুরে পৃথক অভিযানে ১১ কেজি গাঁজাসহ গ্রেফতার ৭
মিরপুরের মনিপুর ও পল্লবী থানার ১২ নম্বর সেকশনে পৃথক দুইটি অভিযানে ১১ কেজি গাঁজাসহ ৭ মাদক কারবারিকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) মিরপুর মডেল থানা ও পল্লবী থানার অফিসার ইনচার্জরা এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতাররা হলেন- আদিব আদনান, মো. তাজুল ইসলাম রাফি, মো. প্রিয়ম চৌধুরী, মেহেদি হাসান হৃদয় ও সিয়াম মুসলিম জয়, মোসা. বিনা সুন্দরী ও মো. বিজয়।
মনিপুর এলাকার অভিযানের বিষয়ে মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাজিরুর রহমান জানান, বুধবার দিবাগত রাতে ২টায় মনিপুর এলাকার ইউনিক ইন্টারন্যাশনাল মডেল স্কুল এলাকায় অভিযান চালিয়ে আদিব, তাজুল, প্রিয়ম চৌধুরী ও মেহেদিকে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৩ কেজি গাঁজা জব্দ করা হয়। গ্রেফতারদের দেওয়া তথ্যের ভিত্তিতে ৩টায় মিরপুর ২ নম্বর সেকশনের এফ ব্লকের একটি বাড়িতে অভিযান চলিয়ে সিয়ামকে গ্রেফতার করা হয়। সিয়ামের কাছ থেকে ২ কেজি গাঁজা ও একটি ছুরি জব্দ করা হয়।
তাদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে বলেও তিনি জানান।
অন্যদিকে পল্লবীর অভিযানের বিষয়ে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. পারভেজ ইসলাম জানান, বুধবার রাতে ১২ নম্বর সেকশনের ‘বিসমিল্লাহ এন্টারপ্রাইজ’-এর সামনে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মাদক কারবারি বিনা সুন্দরী ও বিজয়কে গ্রেফতার করা হয়।
তাদের কাছ থেকে ৬ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে পল্লবী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
এমএসি/এমএইচএস