রোগী নিখোঁজ : স্বজন ও ঢামেক কর্তৃপক্ষের জিডি
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিতে আসা মাইনউদ্দিন (২৮) নামে এক রোগী নিখোঁজ হয়েছেন। বুধবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৮টা পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় ঢামেক হাসপাতাল-২ এর ওয়ার্ড মাস্টার মো. রিয়াজ উদ্দিন ও রোগীর বাবা রবিউল শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করেন।
নিখোঁজ মাইনউদ্দিনের ভাই ঢাকা পোস্টকে বলেন, মাইনুদ্দিনের বাঁ পা ও নিতম্ব ফুলে যাওয়ায় গত ২৩ অক্টোবর ঢামেক হাসপাতাল-২ এর মেডিসিন বিভাগের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। গতকাল (মঙ্গলবার) সকাল সাড়ে ৭টায় আমার ভাইকে ডা. আশিক জামান ১০ তলায় নিয়ে যান। পরে আমি তাকে ১০ তলায় ডাক্তারের কাছে রেখে নাস্তা আনতে যাই। এসে তাকে আমি আর পাইনি। ডাক্তারের কাছে জানতে চাইলে তিনি জানান সে ওয়ার্ডে চলে গেছে। এরপর ওয়ার্ডে এসে আর তাকে খুঁজে পাইনি। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আজ আমরা শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।
এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে ডা. আশিক জামান কোনো কথা বলেননি।
ঢামেক হাসপাতাল-২ এর ওয়ার্ড মাস্টার মো. রিয়াজ উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, গতকাল আমাদের ভবন থেকে একজন রোগী নিখোঁজ হন। আমরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাইনি। পরিচালকের নির্দেশে আমি শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।
রোগী নিখোঁজের বিষয়ে জানতে চাইলে ঢামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. নাজমুল হক ঢাকা পোস্টকে বলেন, রোগী হাসপাতাল থেকে চলে যাওয়ার কথা নয়, আমরা তাদের বিশ্বাস করি। এমন ঘটনা সাধারণত ঘটে না। ডিউটিরত চিকিৎসক ডা. আশিক জামান, নার্স ও কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর সঙ্গে কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পরিচালক বলেন, আমরা সিসিটিভি ফুটেজে তাকে একা বের হয়ে যেতে দেখলাম। আমাদের যে ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া দরকার নিয়েছি। শাহবাগ থানায়ও একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার ঢাকা পোস্টকে বলেন, আমরা নিখোঁজ রোগীর সন্ধান এখনও পাইনি। সিসিটিভি ফুটেজ যাচাই-বাছাই করছি।
এসএএ/এসকেডি