সাড়ে ১১ হাজার কেজি ইলিশ নিলামে বিক্রি হলো ৭ লাখে
চট্টগ্রামে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাবের) জব্দ করা ১১ হাজার ৫৭৮ কেজি ইলিশ নিলামে সাত লাখ টাকায় বিক্রি করা হয়েছে।
সোমবার (২৫ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নিলামে ইলিশগুলো বিক্রি করা হয়েছে। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, রোববার চট্টগ্রামের হালিশহর এলাকা থেকে ১১ হাজার ৫৭৮ কেজি ইলিশ জব্দ করা হয়েছিল। এগুলো আজ আদালতে প্রকাশ্যে নিলামে বিক্রি করা হয়েছে। সবগুলো মাছ সাত লাখ টাকায় বিক্রি হয়েছে। টাকা পরিশোধ করে দিলেই মাছগুলো হস্তান্তর করা হবে।
তিনি আরও বলেন, জব্দ মাছের মধ্যে বেশিরভাগই জাটকা। আমরা মাছগুলো নিজ উদ্যোগে বরফ দিয়ে সংরক্ষণ করার চেষ্টা করছি। তবে দুই দিন হওয়ায় অনেক মাছ নষ্ট হয়ে গেছে। মাছের মধ্যে ৫০ শতাংশ খাওয়ার যোগ্য বলে মৎস্য কর্মকর্তা বলেছেন।
এর আগে রোববার (২৪ অক্টোবর) নগরের হালিশহর ফুল চৌধুরী পাড়ায় অভিযান চালিয়ে ১১ হাজার ৫৭৮ কেজি ইলিশ জব্দ করে র্যাব। একই সঙ্গে সাইফুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করা হয়।
৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণের জন্য সব ধরনের ইলিশ আহরণ, ক্রয়-বিক্রয় ও পরিবহন নিষিদ্ধ করেছে সরকার।
কেএম/জেডএস