রাউজানে ৫ ‘জিনের বাদশাহ’ আটক
চট্টগ্রামের রাউজানে জিনের বাদশাহ সেজে প্রতারণার অভিযোগে একটি প্রতারক চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার (২৩ অক্টোবর) রাতে উপজেলার নোয়াপাড়া থেকে তাদের আটক করা হয় হয়।
আটকরা হলেন, মো. সাজেদ আফসার (২১), মো. জাহিদুল আলম (২৪), মো. আবুল কালাম রাজন (২১), মো. তানজিল (১৯) ও মো. সজিব (১৯)। তারা সবাই রাউজানের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, রাউজানের নোয়াপাড়া এলাকায় একটি প্রতারক চক্র দীর্ঘ দিন ধরে জিনের বাদশাহ সেজে প্রতারণা করে আসছিল।
চক্রটি পারিবারিক, সামাজিক ও আর্থিকসহ সব সমস্যার সমাধান করে দেওয়ার কথা বলে মানুষকে ঠকিয়ে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছিল। শনিবার রাতে অভিযান চালিয়ে প্রতারক চক্রের পাঁচজনকে নোয়াপাড়া এলাকা থেকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিনের বাদশাহ সেজে প্রতারণা করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছে। আইনি ব্যবস্থা গ্রহণে তাদের চট্টগ্রামের রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে।
কেএম/আরএইচ