দোহারে আগুনে বসতঘর পুড়ে ছাই
ঢাকার দোহার উপজেলায় বসত ঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২২ অক্টোবর) ভোরে উপজেলার বাঁশতলা নাগেরকান্দা এলাকার মো. আবুল কালামের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দোহার ফায়ার সার্ভিসের চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় ঘরের সবকিছু।
গ্যাস সিলিন্ডারের পাইপ লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান বাড়ির মালিক আবুল কালাম।
তিনি বলেন, চুলায় রান্না করতে গেলে সংযুক্ত পাইপের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এ সময় পুড়ে যায় কাঠের বারান্দাসহ একটি চৌচালা ঘর, আসবাবপত্র ও নগদ ৪৫ হাজার টাকা।
এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের সহায়তা কামনা করেছে ক্ষতিগ্রস্ত পরিবার।
এমএইচএস