জানুয়ারিতে চট্টগ্রামে আন্তর্জাতিক পর্যটন মেলা
২০২২ সালের জানুয়ারি মাসে চট্টগ্রামে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক পর্যটন মেলা ‘চিটাগং ট্রাভেল মার্ট ‘ এর ১২তম আসর। মেলার টাইটেল স্পন্সর হিসেবে থাকবে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
এভিয়েশন ও পর্যটন বিষয়ক সাময়িকী- বাংলাদেশ মনিটরের উদ্যোগে আগামী বছরের ৬ থেকে ৮ জানুয়ারি এই মেলা অনুষ্ঠিত হবে। ‘পেনিনসুলা চিটাগাং’ হোটেলে অনুষ্ঠিতব্য মেলাটিতে অংশগ্রহণকারীদের জন্য থাকবে ৩০টির বেশি স্টল ও প্যাভিলিয়ন। এয়ারলাইন, ট্যুর অপারেটর, হোটেল, রিসোর্টসহ বিভিন্ন পর্যটন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান মেলায় অংশ নেবে। থাকবে বিভিন্ন নতুন প্যাকেজ ও অফারের পাশাপাশি বিশেষ মূল্যছাড়।
বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম বলেন, কোভিড-১৯ মহামারিতে সর্বাধিক ক্ষতিগ্রস্থ খাতগুলোর মধ্যে অন্যতম হলো ভ্রমণ ও পর্যটন। অতিমারী পরিস্থিতির উন্নতির সাথে সাথে ভ্রমণ ও পর্যটন চাহিদায় ঊর্ধ্বগতি পরিলক্ষিত হচ্ছে। নিউ নরমাল পরিস্থিতিতে পর্যটন পণ্য ও সেবায় নতুনত্বও এসেছে। ভ্রমণ ও পর্যটন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে চিটাগং ট্রাভেল মার্ট-২০২২।”
মেলাটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
এআর/এনএফ