নাগরিক সেবা সহজীকরণে কাজ করবে ওয়াসার ইনোভেশন টিম
নাগরিক সেবা সহজীকরণ ও ই-সার্ভিস রোডম্যাপ প্রণয়নে সহযোগিতা করবে ঢাকা ওয়াসার ইনোভেশন টিম। একইসঙ্গে ইনোভেশন সেলের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ইনোভেশন সাব কমিটি গঠন করেছে ঢাকা ওয়াসা।
গঠিত সাব কমিটি নিজ উইংয়ের নতুন ধারণা উদ্ভাবন ও সেবা সহজীকরণ কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট উইং প্রধানের মাধ্যমে ইনোভেশন সেলের মূল কমিটিকে অবহিত করবে।
সোমবার (১১ অক্টোবর) ঢাকা ওয়াসা সূত্রে এ তথ্য জানা গেছে। সেই সঙ্গে সম্প্রতি ঢাকা ওয়াসার সচিব প্রকৌশলী শারমিন হক আমীর স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে ইনোভেশন সেল সাব কমিটি গঠন করা হয়।
তিন সদস্যের এ সাব কমিটির আহ্বায়ক করা হয়েছে ঢাকা ওয়াসার উপ-প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা সালেকুর রহমানকে। সদস্য সচিব করা হয়েছে হিসাব বিভাগের হিসাবরক্ষক কর্মকর্তা মোমিনুল ইসলাম এবং সদস্য করা হয়েছে হিসাবরক্ষক হাতেম তাইকে।
এ বিষয়ে নির্দেশনায় ঢাকা ওয়াসার সচিব প্রকৌশলী শারমিন হক আমীর উল্লেখ করেন, প্রতি মাসে এই কমিটি ন্যূনতম একটি এবং বছরে কমপক্ষে ১০টি সভা করবে। গঠিত সাব কমিটি নিজ উইংয়ের নতুন নতুন ধারণা উদ্ভাবন ও সেবা সহজীকরণ কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট উইং প্রধানের মাধ্যমে ইনোভেশন সেলের মূল কমিটিকে অবহিত করবে। সাব কমিটি ঢাকা ওয়াসার ইনোভেশন টিমের সঙ্গে যোগাযোগের মাধ্যমে নাগরিক সেবা সহজীকরণ ও ই-সার্ভিস রোড ম্যাপ প্রণয়নে সার্বিক সহযোগিতা করবে।
এএসএস/এসকেডি