তুরাগে ট্রলারডুবি : রোববার ফের উদ্ধার অভিযান
রাজধানীর আমিন বাজার এলাকায় তুরাগ নদে ট্রলারডুবির ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিরা।
এদিকে প্রথম দিনের মতো উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। আগামীকাল সকাল থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু করা হবে। শনিবার (৯ অক্টোবর) বিকেল ৬টায় উদ্ধার অভিযান সমাপ্ত করা হয় বলে ঢাকা পোস্টকে নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ-পরিচালক দিনমণি শর্মা।
তিনি জানান, নদীর স্রোত বেশি থাকায় ও আলো স্বল্পতার কারণে আজকের মতো উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আগামীকাল সকাল থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু করা হবে।
উল্লেখ্য, শনিবার সকালে রাজধানীর আমিন বাজার এলাকায় তুরাগ নদে ট্রলারডুবির ঘটনা ঘটে। খবর পেয়ে সকাল ৮টা ৫০ মিনিটে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের তিনটি ডুবুরি দল। প্রথমে নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে আরো দুই শিশুর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এ ঘটনায় এখনো দুজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
জেইউ/এসকেডি