‘অভিমানে’ কিশোরীর আত্মহত্যা!
রাজধানীর খিলগাঁওয়ের সিপাহীবাগ এলাকায় এক কিশোরী আত্মহত্যা করেছে বলে জানা গেছে। পরিবার বলছে, ওই কিশোরী অভিমানে আত্মহননের পথ বেছে নিয়েছে।
শনিবার দুপুরে সে গলায় ফাঁস নেয়। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ওই কিশোরীর মা রূপা বেগম বলেন, আমার স্বামী মারা গেছে অনেক আগে। স্বামী মৃত্যুর পর থেকে আমার বোন মেয়ের পড়াশোনার খরচ চালাত। দুইদিন আগে মেয়ে সেমিস্টার ফি নিয়ে রাগারাগি করে ঘুমের ওষুধ খায়। পরে তাকে মিডফোর্ডে এনে চিকিৎসা দিয়ে বাসায় নেওয়া হয়।
তিনি জানান, তার মেয়ে তেজগাঁওয়ের একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষে পড়াশোনা করত। আজ তার সেমিস্টারের টাকা দেওয়ার কথা ছিল। এ নিয়ে গতরাতে আবার ঝগড়া হয়। সে সারারাত ফোন ব্যবহার করত। তিনি মেয়েকে ফোন বন্ধ করে ঘুমাতে বলেন। এসব নিয়ে অভিমান করে সে গলায় ফাঁস নিয়েছে।
কিশোরীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, খিলগাঁও থেকে এক কিশোরীকে অচেতন অবস্থায় নিয়ে আসা হয়েছিল। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মা জানিয়েছে, সে অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মরদেহ মর্গে রাখা হয়েছে। খিলগাঁও থানাকে জানিয়েছি।
এসএএ/আরএইচ