পদোন্নতির পরীক্ষার মুখোমুখি দুদকের ৫৩ সহকারী পরিচালক
পদোন্নতির পরীক্ষায় মুখোমুখি দুর্নীতি দমন কমিশনের (দুদক) অর্ধশতাধিক কর্মকর্তারা। প্রথমবারের মতো বাংলাদেশের ৪০টি আইন ও বিধিমালার ওপর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে যাচ্ছে। যেখানে তাদের ১০০ নম্বরের পরীক্ষায় ৬০ নম্বর পেয়ে পাস করতে হবে।
শনিবার (৯ অক্টোবর) দুপুর ২টা দুদকের প্রধান কার্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। উপপরিচালক পদে পদোন্নতি পেতে ৫৩ জন সহকারী পরিচালক পরীক্ষায় অংশ নিচ্ছেন। দুদকের জনসংযোগ দফতর সূত্রে এসব তথ্য জানা গেছে।
দুদক সূত্রে জানা যায়, মোট ১০০ নম্বরের লিখিত পরীক্ষায় সিলেবাসে প্রথমবারেরর মতো ৪০টি আইন ও বিধিমালাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। পরীক্ষায় সময় ২ ঘণ্টা। পরীক্ষায় পাস নম্বর ধরা হয়েছে ৬০। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ২০ নম্বরের মোখিক পরীক্ষার মুখোমুখি হতে হবে।
সহকারী পরিচালক পদে যারা তিন বছর বা তার অধিক সময় ধরে কর্মরত আছেন তারা উপপরিচালক পদে পদোন্নতির জন্য পরীক্ষায় অংশ নিচ্ছেন। এ পরীক্ষায় অনুত্তীর্ণ হলে একজন কর্মকর্তা আরও দুইবার পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পাবেন। এরপরও ব্যর্থ হলে তিনি আর পদোন্নতির যোগ্য নন হিসেবে ধরা হবে বলে দুদকের আদেশে বলা হয়েছে।
একই প্রক্রিয়ায় উপসহকারী, কোর্ট পরিদর্শক ও হিসাব রক্ষণ কর্মকর্তাদেরও পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আরএম/এসএম