নারীর বর্তমান স্বামীকে সাবেক স্বামীর ছুরিকাঘাত
রাজধানীর মোহাম্মদপুরের পুরান থানা রোড এলাকায় এক নারীর সাবেক স্বামীর ছুরিকাঘাতে বর্তমান স্বামী আহত হয়েছেন। আহত ব্যক্তির নাম রবিউল হাসান কালু (২৫)। শুক্রবার (৮ অক্টোবর) ভোরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
আহত রবিউলের স্ত্রী ফাতেমা ঢাকা পোস্টকে বলেন, ২ বছর আগে টিপু সুলতানের সঙ্গে আমার বিবাহ বিচ্ছেদ হয়। সে মাদক সেবন ও বিক্রয় করত। এসব কারণে তাকে আমি তালাক দিয়ে দিই। পরে কালুকে বিয়ে করি। বৃহস্পতিবার গভীর রাতে আমার স্বামী কাজ শেষ করে বাসায় ফিরছিল। মোহাম্মদপুরের পুরান থানা রোডে পৌঁছালে টিপু সুলতানসহ আরও তিন-চার জন কালুর গতি রোধ করে। তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়। পরে তাকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসা জন্য তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে তার চিকিৎসা চলছে।
আহত কালু পেশায় রিকশাচালক। তারা মোহাম্মদপুরের রায়েরবাজার মেকাপখান রোডে থাকেন।
জানতে চাইলে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, আহত যুবক ১০২ নম্বর ওয়ার্ডে ভর্তি হয়েছে। তার চিকিৎসা চলছে। আমরা মোহাম্মদপুর থানাকে বিষয়টি জানিয়েছি।
এসএএ/এসএসএইচ