তেজগাঁওয়ে বিস্ফোরণে দগ্ধ ইয়াসিনের মৃত্যু
রাজধানীর তেজগাঁওয়ে বিস্ফোরণে দগ্ধ ইয়াসিন (৩৫) চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা গেছেন।
মঙ্গলবার (৫ অক্টোবর) সকাল ১০টায় বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়। এ তথ্য নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন।
তিনি ঢাকা পোস্টকে বলেন, শুক্রবার (১ অক্টোবর) তেজগাঁওয়ে বিস্ফোরণে দগ্ধ জিতু ও ইয়াসিন তালুকদারকে ভর্তি করা হয়। তাদের দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে পাঠানো হয়। আজ মঙ্গলবার সকালে ইয়াসিন আইসিইউর ১৪ নম্বর বেডে মারা যান। তার শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে ১ অক্টোবর রাত সাড়ে ৩টায় বিস্ফোরণে আহত জিতুও আইসিইউতে মারা যান। তার শরীরের ৬৪ শতাংশ দগ্ধ হয়েছিল।
ইয়াসিনের বড় ভাই ইসমাইল তালুকদার ঢাকা পোস্টকে বলেন, আমাদের বাড়ি চাঁদপুর জেলার বাবুরহাট থানার দাষাদী গ্রামে। আমার ভাই শিক্ষকতা করত। সে অবিবাহিত ছিল। তেজগাঁওয়ে তার বাসায় ১ অক্টোবর রাতে গ্যাসের বিস্ফোরণ হয় বলে আমরা শুনেছি।
তিনি আরও বলেন, ইয়াসিনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে কলেজ (মর্গে) নেওয়া হয়েছে।
এসএএ/এইচকে/জেএস