১৫ মামলায় সাড়ে ৩৫ হাজার টাকা জরিমানা আদায়
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) যৌথ উদ্যোগে বাস রুট রেশনালাইজেশনের আওতায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৫টি মামলায় ৩৫ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার (৪ অক্টোবর) রাজধানীর মিরপুর এলাকায় গাড়ির ফিটনেস, রুট পারমিট ও ট্যাক্স টোকেন না থাকায় ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এ অভিযান পরিচালনা করেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবুল বাসার মুহাম্মদ তাজুল ইসলাম বলেন, আজকের অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম সফিউল আজম পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ৭টি মামলায় ১২ হাজার ৪০০ টাকা, বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ৮টি মামলায় ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
তিনি বলেন, এভাবে মোট ১৫টি মামলায় আদায়কৃত জরিমানার সর্বমোট পরিমাণ ৩৫ হাজার ৪০০ টাকা। এছাড়াও একটি গাড়ি ডাম্পিং স্টেশনে প্রেরণ করা হয়।
এএসএস/এসকেডি