সঞ্চয়পত্রের মুনাফা পোস্ট মাস্টারের পেটে!
গ্রাহকের সঞ্চয়পত্রের মুনাফার অর্থ কম দিয়ে আত্মসাৎ করেছেন পোস্ট মাস্টার ও কম্পিউটার অপারেটর। রেজিস্টার বই কাঁটা-ছেঁড়া ও ঘষামাজা করে কর কর্তনের নামে গ্রাহকের টাকা আত্মসাৎ করা হয়েছে।
কুষ্টিয়ার জানিপুর পোস্ট অফিসে ঘটেছে এমন ঘটনা। দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট টিমের অভিযানেও মিলেছে অভিযোগের সত্যতা।
সোমবার দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক নীল কোমল পালের নেতৃত্বে একটি এনফোর্সমেন্ট টিম ওই পোস্ট অফিসে অভিযান পরিচালনা করে।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ শফিউল্লাহ ঢাকা পোস্টকে বলেন, দুদক এনফোর্সমেন্ট ইউনিট থেকে আজ সাতটি অভিযোগের বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়। এর মধ্যে কুষ্টিয়া জানিপুর পোস্ট অফিসের পোস্টমাস্টার ও এটুআই এর কম্পিউটার উদ্যোক্তা মামুন আলীর বিরুদ্ধে সঞ্চয়পত্রের গ্রাহকদের মুনাফার অর্থ আত্মসাতের অভিযোগের বিষয়ে অভিযান পরিচালনা করা হয়েছে।
দুদক সূত্রে আরও জানা যায়, অভিযানকালে দুদক টিম সরেজমিনে পরিদর্শন করে অভিযোগের বিষয়ে পোস্ট মাস্টার ও কম্পিউটার উদ্যোক্তা মামুন আলীসহ সংশ্লিষ্টদের বক্তব্য রেকর্ড করে। এ সময় টিম পোস্ট অফিসে রক্ষিত রেজিস্টার বইয়ে কাঁটাছেঁড়া ও ঘষামাজার প্রমাণ পায়।
এছাড়া কুপনসহ সংশ্লিষ্ট তথ্য প্রমাণ প্রাথমিকভাবে যাচাই-বাছাই করে দেখা যায়, অভিযুক্তরা পারস্পরিক যোগসাজশের মাধ্যমে পাঁচ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রের কয়েকজন গ্রাহকের নিকট থেকে ১০ শতাংশ উৎস কর কর্তন করে পাঁচ শতাংশ সরকারি কোষাগারে দিয়ে বাকি পাঁচ শতাংশ আত্মসাৎ করেছে। এ সংক্রান্ত প্রয়োজনীয় রেকর্ড সংগ্রহ করা হচ্ছে। এরপর পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করবে দুদক টিম।
আরএম/আরএইচ