খিলক্ষেতে ট্রেনে কাটা পড়ে একজন নিহত
রাজধানীর খিলক্ষেত রেলগট এলাকায় ট্রেনে কাটা পড়ে মো. এহসান চৌধুরী (৪০) নামে একজন নিহত হয়েছেন।
রোববার দিবাগত রাত সোয়া ১২টায় তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের খালাতো ভাই মোহাম্মদ আলী ঢাকা পোস্টকে বলেন, খিলক্ষেত রেলগেট এলাকায় এহসান রেললাইনের ওপর প্রস্রাব করতে গিয়েছিলেন।
এহসান উত্তরার ১৩ নম্বর সেক্টরের ২০ নম্বর রোডের ১৬ নম্বর বাসায় থাকতেন বলেও জানিয়েছেন মোহাম্ম আলী। তিনি মৃত আমির উদ্দিনের ছেলে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, খিলক্ষেত থেকে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত অবস্থায় একজনকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
এসএএ/এনএফ