রিং আইডির পরিচালকের ৫ দিনের রিমান্ড চাইবে সিআইডি
ভাটারা থানায় দায়ের হওয়া প্রতারণার মামলায় গ্রেফতার রিং আইডির পরিচালক মো. সাইফুল ইসলামকে (৪১) আদালতে পাঠানো হয়েছে। তার ৫ দিনের রিমান্ড চাইবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
শনিবার (২ অক্টোবর) বিকেলে ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন সিআইডির সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনের বিশেষ পুলিশ সুপার এস এম আশরাফুল আলম।
তিনি বলেন, রিং আইডির পরিচালক মো. সাইফুল ইসলামকে আদালতে পাঠানো হয়েছে দুপুরের আগে। আদালতের কাছে তাকে জিজ্ঞসাবাদের জন্য আমরা ৫ দিনের রিমান্ড আবেদন করব। রিমান্ড মঞ্জুর হলে আশা করি জিজ্ঞাসাবাদে বিস্তারিত তথ্য জানতে পারব।
এদিকে সিআইডি সূত্রে জানা গেছে, মো. সাইফুল ইসলামকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অর্থ আত্মসাতে চাঞ্চল্যকর তথ্য পাচ্ছে সিআইডি। প্রতিষ্ঠানটির কমিউনিটি জবস খাতে এখন পর্যন্ত ভুক্তভোগীদের কাছ থেকে ২১২ কোটি ৪৫ লাখ টাকা আত্মসাৎ করেছে।
এর আগে সর্বজনীন সামাজিক নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম রিং আইডির পরিচালক সাইফুল ইসলামকে গ্রেফতার করে সিআইডি। গুলশানের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে সিআইডি।
এমএসি/জেডএস