মাদকবিরোধী অভিযানে রাজধানীতে গ্রেফতার ৭৯
রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) বিভাগ। গ্রেফতার প্রত্যেকে মাদক বিক্রি ও সেবনের দায়ে অভিযুক্ত।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ জানায়, শুক্রবার (১ অক্টোবর) সকাল ছয়টা থেকে শনিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
ডিএমপি জানায়, অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে ৩১ হাজার ৪৫ পিস ইয়াবা, ১০৯ গ্রাম হেরোইন, ২ বোতল ফেনসিডিল, আড়াই লিটার দেশি মদ, ১২টি ইনজেকশন, এক কেজি ২০০ গ্রাম আইস ও ১৫ কেজি ৮৬০ গ্রাম ৪০ পুরিয়া গাঁজা জব্দ করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৩টি মামলা করা হয়েছে।
একই অপরাধে বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত ৪৬ জনকে গ্রেফতার করা হয়। সেসব আসামির বিরুদ্ধে ৩২টি মামলা দেয় পুলিশ।
এআর/এইচকে