সান কো-অর্ডিনেটরের সঙ্গে স্বাস্থ্যমন্ত্রীর বৈঠক
সুইজারল্যান্ডের জেনেভায় স্কেলিং আপ নিউট্রিশনের (সান) কো-অর্ডিনেটর মিস গার্দার সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল তিনটায় এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বৈঠকে সমন্বিতভাবে করোনাভাইরাস মোকাবিলাসহ এর চিকিৎসার সহজলভ্যতা নিয়ে কথা হয়। পাশাপাশি বাংলাদেশের জনসংখ্যা ও পুষ্টিসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়েও জরুরি আলোচনা করা হয়। পুষ্টিতে বাংলাদেশের অর্জনের ভূয়সী প্রশংসা করেন মিস গার্দা।
বৈঠকে মিস গার্দা জানান, বাংলাদেশ যেভাবে পুষ্টি নিয়ে কাজ করছে, তাতে সহসা দক্ষিণ এশিয়ায় লিডারশিপ নিতে পারবে। একইসঙ্গে সফলভাবে কোভিড মোকাবিলা করে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি ধরে রাখার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনারও ভূয়সী প্রশংসা করেন মিস গার্দা।
কোভিডকালে বাংলাদেশ কীভাবে দেশের পুষ্টিখাতের গুণগত মান ধরে রাখায় কাজ করেছে এবং একইসঙ্গে কীভাবে দেশের যুবশক্তির স্বাস্থ্যশিক্ষায় মান বজায় রেখে কাজ করেছে, বৈঠকে সেসব আলোচনা করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আলোচনায় স্বাস্থ্যমন্ত্রী ব্রেস্ট ফিডিংয়ে বাংলাদেশের সাফল্য তুলে ধরেন এবং স্বাস্থ্যসেবাকে দেশের মানুষের কমিউনিটি পর্যায় থেকে শুরু করে ডোর টু ডোর পৌঁছে দিতে বদ্ধপরিকর থাকবেন বলেও জানান।
বৈঠকে বাংলাদেশের পক্ষে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা বেগম, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব কামরুল হাসান, উপসচিব মো. সাদেকুল ইসলাম ও ঢাকার তেজগাঁও হেলথ কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মফিজুল ইসলাম বুলবুল উপস্থিত ছিলেন।
গত ২৭ সেপ্টেম্বর রাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ব্যুরো মিটিংয়ে অংশ নিতে সুইজারল্যান্ডের জেনেভায় যান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। মিটিংয়ে অংশ নেওয়ায় স্বাস্থ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন টেড্রোস আধানম গেব্রেইয়েসুস। করোনা সংক্রমণ রোধে চেষ্টার জন্যও মন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। টিকাদানের অগ্রগতি এবং টিকা সাম্যতা নিয়েও দুজনের মধ্যে আলাপ হয়েছে জানিয়ে টুইট করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান।
টিআই/আরএইচ