সন্ধ্যায় যাত্রী নিয়ে দুবাই যাবে এমিরেটসের প্রথম ফ্লাইট
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপন করা ৬টি আরটি পিসিআর ল্যাবের অনুমোদন দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে এই অনুমোদন কার্যকর হয়েছে। আমিরাতের অনুমোদনের পর প্রবাসীদের নিয়ে দীর্ঘদিন পর ঢাকা থেকে শিডিউল ফ্লাইট নিয়ে দুবাই যাবে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট।
সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে এমিরেটসের ইকে-৫৮৭ ফ্লাইটটি ঢাকা থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা দেবে। ফ্লাইটে ঠিক কতজন যাত্রী থাকবে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে দুপুরে বিমানবন্দরে এবিষয়ে সংবাদ সম্মেলন করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম. মফিদুর রহমান। তিনি বলেন, এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি সন্ধ্যায় ঢাকা ছেড়ে যাবে। আমি অন্যান্য এয়ারলাইন্সকেও ফ্লাইট পরিচালনার জন্য বলে দিয়েছি। বলেছি, তাদের যাত্রীদের যদি আগে থেকে পিসিআর টেস্ট করা থাকে, তারা বিমানবন্দরে এসে আরেকটি টেস্ট করে আজ থেকেই ফ্লাইটে আমিরাত যেতে পারবেন।
ল্যাব স্থাপনের বিষয়ে তিনি বলেন, স্থাপিত ৬টি ল্যাবের প্রতিনিধিরা আমাকে নিশ্চিত করেছেন তারা টেস্ট করার জন্য প্রস্তুত আছেন। স্বাস্থ্য অধিদফতর থেকে ল্যাবগুলোর কার্যক্রম মনিটর করা হচ্ছে।
চেয়ারম্যান বলেন, আমিরাতে ফ্লাইট চালুর শুভক্ষণটির জন্য আমরা অনেকদিন অপেক্ষা করেছি। আজ আমরা অনেক খুশি। এটা আমাদের বিশাল একটা অর্জন। আরব আমিরাত প্রথমে সব দেশের যাত্রীদের র্যাপিড পিসিআর টেস্ট করিয়ে দেশটিতে প্রবেশের বিধান রেখেছিল। তবে আমাদের দেশে র্যাপিড পিসিআরের সক্ষমতা ছিল না। আমরা তাদের কাছে চেয়েছিলাম যাতে আমাদের যাত্রীদের পিসিআর টেস্ট করানোর সুযোগ দেওয়া হয়। এরপর আমিরাত প্রাথমিকভাবে একটি মাত্র সংস্থাকে টেস্ট করানোর অনুমতি দিয়েছিল।পরে তারা ৬টি সংস্থাকে আরটি পিসিআর টেস্ট করার জন্য অনুমোদন দিয়েছে। দুই দেশের মধ্যে সুসম্পর্কের কারণেই এটা সম্ভব হয়েছে।
বুধবার সকালে ঢাকায় অবস্থিত সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস থেকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যানকে একটি চিঠি দেওয়া হয়। চিঠিতে ৬টি ল্যাব অনুমোদনের বিষয়টি উল্লেখ করা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের সিভিল এভিয়েশন আপনাদের স্থাপিত ল্যাবগুলোকে অনুমোদন দিয়েছে। একইসঙ্গে বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতের রুটগুলোতে নিয়মিত ফ্লাইটগুলো চালুর অনুমোদন দেওয়া হলো। অনুমোদনের সিদ্ধান্ত বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে কার্যকর হবে।
চিঠিতে একমাত্র শর্ত হিসেবে বলা হয়েছে, একজন যাত্রী তার যাত্রা শুরুর ৬ ঘণ্টা আগে এই ল্যাবগুলো থেকে করোনা পরীক্ষা করিয়ে নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আমিরাতের উদ্দেশ্যে রওনা হতে পারবে।
অনুমোদন পাওয়া ছয়টি প্রতিষ্ঠান হলো গুলশান ক্লিনিক লিমিটেড, স্টেমজ হেলথকেয়ার (বিডি) লিমিটেড, সিএসবিএফ হেলথ সেন্টার, এএমজেড হাসপাতাল লিমিটেড, আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং ডিএমএফআর মলিকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক। ল্যাবগুলোতে জনপ্রতি পরীক্ষা ফি ১ হাজার ৬০০ টাকা নির্ধারণ করেছে স্বাস্থ্য অধিদফতরের কারিগরি কমিটি।
এসআর/জেডএস