লিটারে ৩৩ মি.লি. অকটেন চুরি, ৫০ হাজার টাকা জরিমানা
নির্ধারিত মূল্য আদায় করলেও পরিমাপে দিচ্ছে কম। প্রতি ১০ লিটারে চুরি করছে ৩৩০ মিলিলিটার অকটেন। এভাবে অভিনব কায়দায় জ্বালানি তেল পরিমাপে কম দিয়ে ভোক্তার পকেট কাটছে, হাতিয়ে নিচ্ছে টাকা।
রোববার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁও লিংকরোড এলাকায় মেসার্স আইডিয়াল ফিলিং স্টেশনে মোবাইল কোর্টের অভিযানে এ চুরি হাতেনাতে ধরা পরে। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
অভিযান পরিচালনা করেন বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান। অভিযানে সহযোগিতা করেন সংস্থাটির পরিদর্শক (মেট্রোলজি) রোশনা আক্তার।
বিএসটিআইর পক্ষ থেকে জানানো হয়, তেজগাঁও লিংকরোড এলাকায় মেসার্স আইডিয়াল ফিলিং স্টেশনে মোবাইল কোর্টের অভিযান
পরিচালনা করা হয়। প্রতিষ্ঠানটির ফিলিং স্টেশনের ব্যবহৃত ২টি অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে যথাক্রমে ৩৩০ মি.লি. এবং ১৭০ মি. লি. তেল কম দিচ্ছে ক্রেতাদের। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিএসটিআই।
এসআই/জেডএস