লাইভ আপডেট
দেশে করোনার টিকা : লাইভ আপডেট
করোনা মহামারির বিষাক্ত একটা বছর পেরিয়ে নতুন বছরের শুরুতেই বিশ্ব দেখছে টিকার হাত ধরে করোনার বিষমুক্তির স্বপ্ন। মানবইতিহাসে প্রথমবার মাত্র এক বছরের মাথায় কার্যকর কোনো টিকা হাতে পেয়েছে মানুষ। উপহার হিসেবে ভারত সরকারের পাঠানো টিকার মধ্যে দিয়ে দেশে পৌঁছেছে করোনাভাইরাসের টিকার প্রথম চালান। বহু আলোচিত এই টিকা ঘিরে সব খবরের লাইভ আপডেট দিচ্ছে ঢাকা পোস্ট।
আমরা চাই, এই ভ্যাকসিনটি যাদের বেশি প্রয়োজন আগে তাদের দেওয়ার জন্য। আমাদের দেশের মানুষ কিন্তু কোনো ভ্যাকসিনকে ভয় পায় না। তারা বিভিন্ন ভ্যাকসিন নিয়ে অভ্যস্ত। প্রতিবছর কোটিরও অধিক ছেলে মেয়েদের ভ্যাকসিন দিয়ে থাকি। এ জন্য বাংলাদেশের মানুষের কাছে ভ্যাকসিন নতুন কিছু নয়। কাজেই এই ভ্যাকসিন আমরা পর্যায়ক্রমে সকলকে দেয়া হবে।
ভ্যাকসিন মজুতের গোডাউন পরিদর্শন শেষে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক
আমরা খুবই ভাগ্যবান। ভারত আমাদের ২০ লাখ ডোজ টিকা উপহার দিয়েছে। আমরা এটার জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানাই। আমরা খুব খুশি এই মাসে আরও ৫০ লাখ ভ্যাকসিন দেশে আসবে। তিন কোটির যে চুক্তি সেটাও আসবে। এখনও বিশ্বের অনেক উন্নত দেশে ভ্যাকসিন দেওয়া শুরু করতে পারেনি। আমরা আগেভাগে পেয়েছি, ভারতের সহযোগিতায় এটা সম্ভব হয়েছে। আমরা ভ্যাকসিন প্রয়োগ শুরু করে দেব।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন
ভারতে ভ্যাকসিন প্রয়োগ শুরুর চারদিনের মাথায় বাংলাদেশে ২০ লাখ ভ্যাকসিন উপহার হিসেবে পাঠানো হলো। এটা ভারত সরকারের দেওয়া প্রথম এবং সবচেয়ে বড় চালান। ভারত বাংলাদেশকে প্রথম চালানের ভ্যাকসিন দেওয়ার মাধ্যমে দুই দেশের সম্পর্ক যে অবস্থান তা নিশ্চিত করে। বাংলাদেশের গুরুত্বের কথা ভেবে মানুষের জন্য ভারত এসব উপহার দিয়েছে। আমি বাংলাদেশের মানুষের সুস্বাস্থ্য কামনা করছি। আমি আশা করছি, বাংলাদেশ খুব দ্রুতই ভ্যাকসিনেশন শুরু করবে।
ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী
শিগগিরই টিকা প্রয়োগের কার্যক্রম শুরু হবে। আমরা এখনও কোনো সময় দেইনি, প্রধানমন্ত্রীর সাথে কথা বলে দিনক্ষণ ঠিক করা হবে।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক
এনএফ/এফআর