বাড্ডায় লামিয়া গ্রুপের ভাইস চেয়ারম্যানের ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর বাড্ডা থানার আফতাব নগরে লামিয়া গ্রুপের অফিসের ১০তলা থেকে নুর নবী ভূঁইয়া (৬০) নামে একজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই প্রতিষ্ঠানের সিনিয়র ভাইস চেয়ারম্যান ছিলেন।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে আফতাব নগরের ২ নম্বর সেক্টরের নুরুল টাওয়ারের ১০ তলা থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক বিকেল ৩টায় তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে বাড্ডা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল আউয়াল জানান, খবর পেয়ে নুরুল টাওয়ারের ১০তলা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ সময় অফিস কক্ষের ফ্যানের সঙ্গে বিছানার চাদর দিয়ে তার গলায় ফাঁস লাগানো ছিল।
স্বজনদের বরাত দিয়ে তিনি জানান, ধারণা করা হচ্ছে নুর নবী আত্মহত্যা করেছেন। কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা কাজ করছেন।
নিহতের ছোট ভাই নুরুল কবির ভূঁইয়া ঢাকা পোস্টকে জানান, নুর নবী লামিয়া গ্রুপের সিনিয়র ভাইস চেয়ারম্যান। সকাল ৯টার দিকে বাসা থেকে অফিসে যান। এরপর থেকেই তার ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। পরে অফিসে গিয়ে দেখতে পাই গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন তিনি। শুক্রবার ছুটির দিন হওয়ায় অফিসে অন্য কেউ ছিল না। পরে পুলিশে খবর দেওয়া হয়।
তিনি বলেন, ব্যবসায়িক কারণে তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন। সেই হতাশা থেকে তিনি আত্মহত্যা করতে পারেন বলে আমাদের ধারণা।
নুরুল কবির আরও বলেন, আমাদের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার আবিরপাড়া গ্রামে। আমরা আফতাবনগরের দুই নম্বর রোডে একসঙ্গে থাকতাম। ভাই অবিবাহিত ছিলেন।
এসএএ/এসএসএইচ