সিসিটিভির ফুটেজ দেখে নারী চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার
চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানার নির্মাণাধীন একটি ভবনে চুরির ঘটনায় তিন নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২২ সেপ্টেম্বর) রাতে নগরীর হালিশহর থানার ছোটপুল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান।
গ্রেফতার তিনজন হলেন- শামছুনাহার বেগম (৪০), হোসনে আরা বেগম (৩৮) ও আফসানা বেগম (৪০)।
ওসি কামরুজ্জামান বলেন, মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকালে নগরীর বায়েজিদ বোস্তামি থানার রৌফাবাদ কলোনিতে নির্মাণাধীন একটি ভবনে চুরির ঘটনা ঘটে। এই ঘটনায় ভবনের মালিক থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ ভবনের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখেন সাত জন নারীকে চুরিটি সংঘটিত করছেন। চুরি করার সময় তাদের মুখ মাস্ক ও ওড়না দিয়ে ঢাকা ছিল।
তিনি বলেন, সিসিটিভির ফুটেজ দেখে সাত জনকেই শনাক্ত করতে পেরেছি। তারা সবাই নগরীর ছোটপুল এলাকায় থাকে। এরমধ্যে তিন জনকে বুধবার রাতে গ্রেফতার করা হয়েছে। বাকি চার জনকে গ্রেফতারের চেষ্টা চলছে।
তাদের কাছ থেকে চুরি হওয়া ১৮টি সার্কিট বেকার, ১ কয়েল তার, ১০টি সার্কিট, ৩০ পিস সাদা টেপ, ৯ পিস প্লাস্টিকের ইউপিভিসি, ১৭ পিস রেডিওয়াটার ইউপিভিসি, বড় এলবো ইউপিভিসি ৬৭টিসহ আরও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
কেএম/জেডএস