যুক্তরাষ্ট্র থেকে ফিরেই অফিস করলেন ইসি মাহবুব তালুকদার
জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার চিকিৎসা শেষে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন। বুধবার (১৫ সেপ্টেম্বর) সকালে তিনি দেশে ফেরেন।
মাহবুব তালুকদারের ব্যক্তিগত কর্মকর্তা মুহাম্মদ এনাম উদ্দীন জানান, স্যার আজ (বুধবার) সকালে দেশে ফিরেছেন। সম্পূর্ণ সুস্থ আছেন। এমনকি কয়েক ঘণ্টা অফিসও করেছেন।
এর আগে, গত ১৯ জুন হঠাৎ অসুস্থবোধ করলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। রাতের টেস্টে করোনা পজিটিভ আসে। পরের দিন অবস্থার উন্নতি হলে কেবিনে নেওয়া হয়। এরপর একমাস ওই হাসপাতালে থেকে করোনা নেগেটিভ হলে ১৮ জুলাই বাসায় ফেরেন। এরপর উন্নত চিকিৎসার জন্য গত ১৫ আগস্ট যুক্তরাষ্ট্র যান। সেখানে তার ছেলে বসবাস করেন। যুক্তরাষ্ট্র সফরের সময় তার স্ত্রী নিলুফার বেগম সঙ্গে ছিলেন।
এসআর/ওএফ