বন্ডের অপব্যবহার: ৬৮ লাখ টাকার পিপি দানা জব্দ

বন্ডের আওতায় শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা ৬৮ লাখ ১৬ হাজার ২৯৬ টাকার (শুল্কায়নযোগ্য মূল্য) পিপি দানা অবৈধ অপসারণের মাধ্যমে খোলা বাজারে বিক্রির সময় জব্দ করা হয়েছে। এ পিপি দানায় ফাঁকি দেওয়া রাজস্বের পরিমাণ ২০ লাখ ৫১ হাজার ৫২ টাকা।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৯ জানুয়ারি) ঢাকার বকশীবাজারের ঊর্দু রোডে খোলা বাজারে পিপি দানা বিক্রির সময় তা জব্দ করা হয়। এ সময় পিপি দানা ভর্তি ৬টি কাভার্ড ভ্যানও জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের রাজস্ব কর্মকর্তা মুহাম্মদ মাহবুবুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
এ ঘটনায় কাস্টমস আইনে আমদানিকারকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ জানায়, ঢাকার বকশীবাজারের ঊর্দু রোডের পদ্মা স্পিনিং অ্যান্ড কম্পোজিট লিমিটেড এবং ইউরো গোল্ড এক্সসরিজ লিমিটেড বন্ড লাইসেন্সধারী দু’টি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান দু’টির বন্ড সুবিধায় আমদানি করা ৭৪ হাজার ২৫০ কেটি পিপি দানা (পলিপ্রোপাইলিন এইচডি ৬০১ সিএফ, পলিপ্রোপাইলিন ইয়ার্ন গ্রেড, পলিপ্রোপাইলিন এইচডি ৬৩১) পাওয়া যায় ৬টি কাভার্ড ভ্যান তল্লাশি করে। অবৈধ অপসারণের মাধ্যমে খোলা বাজারে পিপি দানা বিক্রির সময় কাভার্ড ভ্যানগুলো জব্দ করা হয়।
বিজ্ঞাপন
প্লাস্টিকের তৈরি বিভিন্ন ব্যাগ ও পণ্যের মূল কাঁচামাল পিপি, রেজিন, এইচভিপি ও এলডি। দানাদার এসব পণ্য বিশ্ববাজার থেকে আমদানির মাধ্যমে বিভিন্ন শিল্প কারখানার প্যাকেট, পলিথিন পণ্য তৈরি করা হয়। দেশের গার্মেন্টস শিল্পের ব্যাগ ও গার্মেন্টস একসেসরিজের মূল উপাদান এসব প্লাস্টিক দানা।
আরএম/এইচকে