ডিএসসিসির প্রতি কেন্দ্রে দৈনিক ৭০০ জন পাবেন দ্বিতীয় ডোজ
গণটিকাদান কার্যক্রমের দ্বিতীয় ডোজের টিকা দেওয়া শুরু হচ্ছে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) থেকে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় নির্ধারিত ৭৫টি ওয়ার্ডের ৭৫টি কেন্দ্রেই টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে।
সোমবার সন্ধ্যায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রতিদিন প্রতিটি কেন্দ্রে প্রথম ডোজের দ্বিগুণ অর্থাৎ ৭০০ জনকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
গত ৮ ও ৯ আগস্ট যারা প্রথম ডোজ নিয়েছিলেন, তারা ৭ সেপ্টেম্বর এবং ৯ ও ১০ আগস্ট যারা প্রথম ডোজ নিয়েছিলেন, তারা ৮ সেপ্টেম্বর দ্বিতীয় ডোজ নিতে পারবেন। এছাড়া, ১১ ও ১২ আগস্ট যারা প্রথম ডোজ নিয়েছিলেন, তারা ৯ সেপ্টেম্বর আগের কেন্দ্র থেকেই দ্বিতীয় ডোজ নিতে পারবেন।
প্রথম ডোজের গণটিকা কর্মসূচিতে ডিএসসিসির প্রতিটি কেন্দ্র থেকে সাড়ে তিনশ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ছিল। তখন ছয় দিনব্যাপী কর্মসূচিতে করপোরেশনের ৭৫টি ওয়ার্ডের ৭৫টি কেন্দ্র থেকে সর্বমোট এক লাখ ৫৭ হাজার ১৩৩ জন টিকার প্রথম ডোজ নিয়েছেন।
এএসএস/আরএইচ