মতিঝিলে ইয়াবা বিক্রির সময় মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাজধানীর মতিঝিল এলাকায় ইয়াবা বিক্রির সময় এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ। তার কাছ থেকে ১ হাজার ৬০০ পিস ইয়াবা জব্দ করেছে ডিবি লালবাগ।
গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ীর নাম মো. আব্দুল খলিল। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি লালবাগের সহকারী পুলিশ কমিশনার মো. ফজলুর রহমান।
তিনি বলেন, শনিবার রাতে আমাদের কাছে খবর আসে যে মতিঝিলের আরামবাগ ইনার সার্কুলার রোডের প্রিন্স গার্ডেন আবাসিক হোটেলের সামনে একজন মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট বিক্রির জন্য অবস্থান করছে। এই তথ্য যাচাই-বাছাই করে লালবাগ ডিবির অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম মো. আব্দুল খলিলকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ১ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। খলিল স্থানীয় মাদক ব্যবসায়ী বলে আমরা জানতে পেরেছি।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে খলিল আমাদের জানায়, সে কক্সবাজার থেকে নানা কৌশলে ঢাকায় ইয়াবা নিয়ে আসতো। পরে সেই ইয়াবা সে বিভিন্ন মাধ্যমে ঢাকা ও এর আশপাশের এলাকায় বিক্রি করতো।
খলিলের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা হয়েছে বলেও তিনি জানান।
এমএসি/এনএফ