তিন দিনে বাড়তে পারে বজ্রসহ বৃষ্টি
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ দিনভর মেঘাচ্ছন্ন থাকতে পারে। মাঝে মধ্যে নামতে পারে বৃষ্টি। এছাড়া আগামী তিনদিনে বজ্রসহ বৃষ্টিপাতের পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে।
বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে সারাদেশের আবহাওয়ার পরিস্থিতি তুলে ধরে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান এ কথা বলেন।
এ আবহাওয়াবিদ বলেন, ঢাকায় সকাল থেকেই মেঘলা আকাশ রয়েছে। কোথাও কোথাও হালকা বৃষ্টিও হয়েছে। বৃষ্টির এ ধারা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। মাঝেমধ্যেই দেখা মিলতে পারে অল্প বৃষ্টি। তবে আগামী তিনদিনে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এ পরিপ্রেক্ষিতে আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, বরিশাল ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে, ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
আগামী তিনদিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে ৫০ মি.মি.। ঢাকায় ১ মি.মি.। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে।
এক নজরে ঢাকার আবহাওয়ার পূর্বাভাস: আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বাতাস: দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ০৮-১২ কি.মি. বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
একে/জেডএস