রাজউকের অভিযানে চার ভবন মালিককে ১২ লাখ টাকা জরিমানা
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন ৮টি জোনে ৪টি ভ্রাম্যমাণ আদালতসহ ১৯টি টিম পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেছে। অভিযানকালে চারটি ভবনের মালিককে ১২ লাখ টাকা জরিমানা করেছে রাজউক।
মঙ্গলবার (৩১ আগস্ট) রাজউকের আওতাধীন দুই সিটি করপোরেশন এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে এ জরিমানা করা হয়। ভবন নির্মাণ তদারকি ও ডেঙ্গুর বিস্তার রোধে এই অভিযান পরিচালনা করা হয়।
রাজউক পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ) প্রকৌশলী মো. মোবারক হোসেন জানান, আজকের (মঙ্গলবার) অভিযানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৪টি নির্মিত ও ১৮টি নির্মাণাধীন ভবন পরিদর্শন করা হয়। আর ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৪টি নির্মিত ও ৪৭টি নির্মাণাধীন ভবন পরিদর্শন করা হয়। এতে বিভিন্ন অসংগতির জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৩টি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১টি ভবনের মালিককে সর্বমোট ১২ লাখ টাকা জরিমানা করা হয়।
তিনি বলেন, পরিদর্শন কার্যক্রম চলাকালীন এডিস মশার বংশ বিস্তার রোধে মশার সম্ভাব্য উৎপত্তিস্থল ভবন মালিক বা নির্মাতা প্রতিষ্ঠানের প্রতিনিধির মাধ্যমে পরিষ্কার করানো হয়। এ সময় ব্লিচিং পাউডার, স্প্রে এবং কেরোসিন ছিটানোর পাশাপাশি ভবনের চারপাশ নিয়মিত পরিষ্কার- পরিচ্ছন্ন রাখার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।
এএসএস/এসকেডি