স্বল্পোন্নত দেশগুলোতে আন্তর্জাতিক সমর্থন শক্তিশালী করার আহ্বান
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় এলডিসি (স্বল্পোন্নত) দেশগুলোর জন্য অবকাঠামো নির্মাণে আন্তর্জাতিক সমর্থন শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
মঙ্গলবার (৩১ আগস্ট) সুইজারল্যান্ডের জেনেভায় এলডিসি এশিয়া প্যাসিফিক রিজিওনাল রিভিউ বৈঠকে এ আহ্বান জানান তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আগামী বছরের জানুয়ারিতে কাতারে এলডিসিএসের (এলডিসি-৫) সম্মেলন অনুষ্ঠিত হবে। এলডিসি-৫ সম্মেলনের প্রস্তুতির জন্য এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এলডিসিএসের পর্যালোচনা সভা সোমবার (৩০ আগস্ট) থেকে ২ সেপ্টেম্বর জেনেভায় অনুষ্ঠিত হচ্ছে।
ড. মোমেন রিভিউ বৈঠকে এলডিসি দেশগুলোর জন্য শক্তিশালী নীতি ও সহায়ক ব্যবস্থা নেওয়াও আহ্বান জানান। একইসঙ্গে তিনি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এলডিসি দেশগুলোর বিশেষ করে দারিদ্র্য হ্রাস এবং মানবসম্পদ ও অবকাঠামো বিনিয়োগে উল্লেখযোগ্য অগ্রগতির প্রশংসা করেন। মোমেন বলেন, স্বল্পোন্নত দেশগুলোর পক্ষে বাংলাদেশ বহুমুখী ফোরামে সক্রিয় নেতৃত্বের ভূমিকা পালন করে আসছে।
মোমেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল, সাহসী এবং দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের গ্র্যাজুয়েশনের উন্নতি তুলে ধরেন। তিনি জানান, বাংলাদেশের মাথাপিছু আয় ২২২৭ ডলারে পৌঁছেছে এবং দারিদ্র্য হ্রাস পেয়েছে ২০.৫ শতাংশ।
নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন। এতে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ভলকান বাজকির, ইকোসোকের প্রেসিডেন্ট কলেন ভিক্সেন কেলাপিল, মালাউ ‘র পররাষ্ট্রমন্ত্রী ও এলডিসিএস চেয়ার আইজেনহাওয়ার মাকা এবং তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী ফারুক কায়মাকসি অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
এছাড়া জেনেভায় ড. মোমেন আঞ্চলিক পর্যালোচনা বৈঠকের একটি অধিবেশনেও সভাপতিত্ব করেন।
রোববার (২৯ আগস্ট) ১১ দিনের রাষ্ট্রীয় সফরে ইউরোপের তিন দেশের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন পররাষ্ট্রমন্ত্রী। বর্তমানে তিনি জেনেভায় অবস্থান করছেন। জেনেভা সফর শেষে মোমেন যুক্তরাজ্য যাবেন। সেখানে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডামিনিক রাবের সঙ্গে মোমেনের বৈঠক হতে পারে। আশা করা হচ্ছে, যুক্তরাজ্য সফরে পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা, জলবায়ু ও করোনা ইস্যুতে বাংলাদেশকে লাল তালিকায় রাখার বিষয়টি উপস্থাপন করতে পারেন।
যুক্তরাজ্য সফর শেষে ড. মোমেন নেদারল্যান্ডস সফরে যাবেন। আগামী ৬-৭ সেপ্টেম্বর দুই দিনব্যাপী নেদারল্যান্ডসের রটারডামে অনুষ্ঠিত গ্লোবাল সেন্টার অন অ্যাডপ্টেশনের (জিসিএ) সভায় যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী। মোমেন জিসিএ’র একজন বোর্ড সদস্য। যেখানে জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন চেয়ারম্যান।
এ সভায় নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুট, কপ-২৬ প্রেসিডেন্ট অলোক শর্মা ও সিভিএম ফোরামের বেশ কয়েকজন মন্ত্রীরও ওই সভায় অংশগ্রহণের কথা রয়েছে। নেদারল্যান্ডস সফরে ড. মোমেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সিগ্রিড কাগের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক মিলিত হবেন।
নেদারল্যান্ডস সফর শেষে ড. মোমেন ৯ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে।
এনআই/এসএম