শাহ আমানত বিমানবন্দরে ২৫২ কার্টন সিগারেট জব্দ
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাত লাখ ৫৬ হাজার টাকা দামের ২৫২ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে এনএসআই বিমানবন্দর টিম।
মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল সাড়ে দশটায় দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট থেকে এসব সিগারেট জব্দ করা হয়েছে।
ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান। তিনি বলেন, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে সিগারেটগুলো জব্দ করা হয়েছে। পরে জব্দ করা সিগারেট বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিমানবন্দর সূত্র জানায়, সকাল ৭টা ১০ মিনিটে দুবাই থেকে বাংলাদেশ বিমানের বিজি-১৪৮ ফ্লাইট শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। এরপর গোপন তথ্যের ভিত্তিতে বিমানটিতে আসা যাত্রীদের তল্লাশি করা হয়। এ সময় চট্টগ্রামের লোহাগাড়ার যাত্রী আনিসুল ইসলামের ব্যাগেজ থেকে ২৫২ কার্টন মন্ড, ডানহিল ও ৩০৩ ব্রান্ডের সিগারেট পাওয়া যায়।
প্রতি কার্টন সিগারেটের বাজার মূল্য ৩ হাজার টাকা। সেই হিসাবে এসব সিগারেটের মূল্য দাঁড়ায় ৭ লাখ ৫৬ হাজার টাকা। এতে রেভিনিউ আয় হয়েছে সাত লাখ ৫৬ হাজার টাকা।
কেএম/জেডএস