চট্টগ্রামে ইয়াবাসহ সাত মামলার আসামি গ্রেফতার
চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকা থেকে হত্যা, অস্ত্র, ডাকাতিসহ ৭ মামলার আসামি মো. কায়েস উদ্দিন অপু ও তার এক সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব।
এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৮৪৫ পিস ইয়াবা জব্দ করা হয়। জব্দ করা ইয়াবার বাজারমূল্য প্রায় ৫ লাখ ৫০ হাজার টাকা। শুক্রবার (২৭ আগস্ট) হালিশহর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাব। অপুর সহযোগীর নাম মো. খোরশেদ খান (৩০)।
শনিবার (২৮ আগস্ট) র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে দুইজন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় র্যাব সদস্যরা ধাওয়া করে তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের কাছে ইয়াবা থাকার কথা স্বীকার করেন। পরে ১ হাজার ৮৪৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, মো. কায়েস উদ্দিন অপুর বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলি থানায় হত্যা, অস্ত্র, ডাকাতিসহ ৭টি মামলা রয়েছে। তাদের চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানায় হস্তান্তর করা হয়েছে।
কেএম/এসকেডি