এসিল্যান্ডের করোনা তাই পদ ছাড়তে পারেননি বরিশালের সেই ইউএনও
সরকারি বাসভবনে হামলা ও সংঘর্ষের ঘটনার আগেই বদলির আদেশ পেয়েছিলেন বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিবুর রহমান। তবে সদর উপজেলার সহকারী কমিশনার (এসিল্যান্ড, ভূমি) করোনা আক্রান্ত থাকায় তাকে কাজ চালিয়ে নিতে বলা হয়।
মঙ্গলবার (২৪ আগস্ট) বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক প্রশান্ত কুমার দাস ঢাকা পোস্টকে এ তথ্য জানিয়েছেন।
এর আগে গত ১০ আগস্ট মুনিবুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে বদলি করে আদেশ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।
১৮ আগস্ট রাতে ব্যানার অপসারণকে কেন্দ্র করে বরিশালে পুলিশ, আনসার ও স্থানীয় ছাত্রলীগ সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, ওই রাতে সদর উপজেলা ইউএনওর সরকারি বাসভবনে হামলা চালায় স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, শ্রমিক ইউনিয়ন, আওয়ামী লীগ নেতা ও সিটি করপোরেশনের কর্মকর্তারা। এ সময় গুলির ঘটনায় আহত হন অনেকে।
এ ঘটনায় একাধিক মামলা হলেও বিষয়টি নিয়ে ২২ আগস্ট সমঝোতা হয়। এদিন মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর এ তথ্য জানান।
তিনি বলেন, ২৪ আগস্ট রাত সোয়া ৯টায় বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম বাদলের বাসভবনে সমঝোতা হয়। বৈঠকে জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার, পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান, বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহসহ সরকারি কর্মকর্তারা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন, আমাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল। আমরা একটা সমাধানের পথে এসেছি। ইনশাল্লাহ মামলাগুলো প্রত্যাহার হয়ে যাবে। তবে ইউএনও মুনিবুর রহমান সমঝোতা বৈঠকে উপস্থিত ছিলেন না।
এসএইচআর/এইচকে