চলতি সপ্তাহে খুলছে চিড়িয়াখানা : প্রাণিসম্পদ মন্ত্রী
চলতি সপ্তাহে চিড়িয়াখানা খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম। মঙ্গলবার (২৪ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে ২০২০ সাল থেকে সরকার দফায় দফায় সারাদেশে বিধিনিষেধ জারি করেছিল। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে গত বছর ১০ নভেম্বর খুলেছিল জাতীয় চিড়িয়াখানা। পরে করোনা পরিস্থিতি খারাপ হয়ে গেলে চলতি বছরের ২ এপ্রিল আবারও বন্ধ ঘোষণা করা হয় চিড়িয়াখানা। সেই থেকে বন্ধই রয়েছে চিড়িয়াখানা।
সম্প্রতি শর্তসাপেক্ষে দেশের বিভিন্ন পর্যটন ও বিনোদন কেন্দ্র খুলে দিয়েছে সরকার। তখন চিড়িয়াখানা খোলার বিষয়ে জানতে চাইলে চিড়িয়াখানার কিউরেটর ডা. মো. আব্দুল লতিফ জানিয়েছিলেন, আমরা এখনও কোনো নির্দেশনা পাইনি। আমরা প্রস্তুত আছি, নির্দেশনা পেলেই চিড়িয়াখানা খুলতে পারব।
এসএইচআর/এসএসএইচ