‘১৯৮৯ সাল থেকে প্রধানমন্ত্রী কম্পিউটার ব্যবহার করেন’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রথম রাজনীতিবিদ, যিনি নিজের হাতে কম্পিউটারে বাংলা টাইপ করাসহ সব কাজে কম্পিউটার ব্যবহার করছেন সেই ১৯৮৯ সাল থেকে। এমনটিই জানিয়েছেন সরকারের ডাক, টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।
শুক্রবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টের কভার ফটোতে প্রধানমন্ত্রীর ছবি দিয়ে ক্যাপশনে এ তথ্য জানান তিনি।
ক্যাপশনে মোস্তাফা জব্বার লিখেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রথম রাজনীতিক, যিনি নিজের হাতে কম্পিউটারে বাংলা টাইপ করাসহ সব কাজে কম্পিউটার ব্যবহার করছেন সেই ১৯৮৯ সাল থেকে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রথম রাজনীতিক যিনি নিজের হাতে কম্পিউটারে বাংলা টাইপ করা সহ সকল কাজে কম্পিউটার...
Posted by মোস্তাফা জব্বার on Friday, August 20, 2021
তিনি আরও লেখেন, ‘আমি ভাগ্যবান, বিজয় কিবোর্ড দিয়ে বাংলা টাইপ করা শেখার জন্য তিনি আমার ওপর ভরসা করেছিলেন। সেদিন আক্ষেপ করে বলছিলেন, এত কাজ করে বাংলা টাইপ করা ভুলে যাচ্ছি। বিজয়টা আবার ইনস্টল করে দিন। বিজয় সে কাজটি করতে পেরে ধন্য। অনুরোধ করেছিলেন, আমার লেখা কম্পিউটারে হাতে খড়ি বইটাও পাঠিয়ে দিতে। ধন্য আমি।’
একে/আরএইচ