১২ ভবন-প্রতিষ্ঠানকে পৌনে ২ লাখ টাকা জরিমানা
এডিস মশার লার্ভা পাওয়ায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গ্রিন লাইন পরিবহনের রাজারবাগের কাউন্টারসহ ১২ নির্মাণাধীন ভবন, বাসা-বাড়ি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে এক লাখ ৭৩ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২২ আগস্ট) ডিএসসিসির একজন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মধ্যে অঞ্চল-১ এর পরিবাগ শাহবাগে মো. আরিফুল ইসলাম সরদার, অঞ্চল-২ এর রাজারবাগ ও শহীদবাগে মো. জাহিদ নেওয়াজ, অঞ্চল-৩ এর কালুনগর বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় আতিকুল ইসলাম, অঞ্চল-৪ এর রুপলাল দাস লেনে মো. আবু হাসান, অঞ্চল-৫ এর আলম মার্কেট সংলগ্ন এলাকায় মোহাম্মদ হুমায়ন রশিদ, অঞ্চল-৮ এর সারুলিয়ার বক্সনগরে মো. খায়রুল হাসান এসব অভিযান পরিচালনা করেন।
এদিকে অঞ্চল-১ আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মেরীনা নাজনীন আজ ব্যাটারি গলি, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড সুধীসমাজ গলি, নিউ ইস্কাটনের ৩৭০টি বাড়িতে চিরুনি অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালতগুলো এ সময় ৫৯৩টি নির্মাণাধীন ভবন, বাসাবাড়ি ও প্রতিষ্ঠানে চিরুনি অভিযান পরিচালনা করেন। এ সময় ১৫টি স্থাপনা ও প্রতিষ্ঠানে মশার লার্ভা পাওয়া যায়। তিনটি স্থাপনার লার্ভা ধ্বংস করে বাকি ১২টি স্থাপনা ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১২ মামলায় সর্বমোট এক লাখ ৭৩ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়।
অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহিদ নেওয়াজ বলেন, গ্রিন লাইন পরিবহনের রাজারবাগ কাউন্টারের একপাশে অনেকগুলো টায়ার স্তূপাকারে জমা রেখেছে। অভিযানের সময় দুটি টায়ারের মধ্যে প্রচুর পরিমাণে লার্ভা পেয়েছি। সেজন্য তাদের বিরুদ্ধে এক লাখ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে।
এডিসের লার্ভা বিরোধী অভিযানের পাশাপাশি ডিএসসিসির বিভিন্ন ওয়ার্ডে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা অব্যাহত রয়েছে বলেও জানানো হয়।
এএসএস/ওএফ