৮৪০০ পিস ইয়াবা ও ৭০ কেজি গাঁজাসহ গ্রেফতার ৬
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকা থেকে ৮ হাজার ৪০০ পিস ইয়াবা ও গাবতলী থেকে ৭০ কেজি গাঁজাসহ ছয় মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিএমপির গোয়েন্দা লালবাগ বিভাগ ও গোয়েন্দা গুলশান বিভাগের পৃথক টিম শুক্রবার (২০ আগস্ট) রাতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
গোয়েন্দা লালবাগ বিভাগের অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার মো. ফজলুর রহমান জানান, কতিপয় মাদক ব্যবসায়ী সাতরাস্তা মোড় এলাকায় মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার (২০ আগস্ট) রাতে অভিযানে যায় একটি টিম। অভিযান চালিয়ে ৮ হাজার ৪০০ পিস ইয়াবাসহ মো. আব্দুল করিম, মো. রুবেল মিয়া ও মো. রাব্বি নামে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ও মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।
তিনি বলেন, গ্রেফতার মাদক ব্যবসায়ীরা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা হয়েছে।
এদিকে গোয়েন্দা গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার দেবাশীষ কর্মকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২০ আগস্ট) রাত পৌনে ১১টায় দারুস সালাম থানার গাবতলী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে রুবেল মিয়া, আবু ছায়েম খাঁন ও মো. মোস্তফা নামে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭০ কেজি গাঁজা ও গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দেশের সীমান্তবর্তী জেলা ব্রাহ্মণবাড়িয়া থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকা মহানগর ও তার আশপাশ এলাকায় বিক্রয় করতেন তারা। তাদের বিরুদ্ধে দারুস সালাম থানায় মামলা দায়ের করা হয়েছে।
জেইউ/এসকেডি