এমিকনের গোডাউনে পর্যাপ্ত অগ্নিনির্বাপক ছিল না
রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকার একটি ছয়তলা ভবনের তিন তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২১ আগস্ট) সকাল ৯টা ১০ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। চার ঘণ্টা চেষ্টার পর দুপুর ১টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুন নিয়ন্ত্রণে একে একে যুক্ত হয়েছিল ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট। ফায়ার সার্ভিসের সহযোগিতায় এগিয়ে আসে বিমান বাহিনী, পুলিশ ও র্যাব।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) জিল্লুর রহমান জানান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানান, ভবনটিতে পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল না।
জিল্লুর রহমান বলেন, এখানে এমিকন নামে একটি প্রতিষ্ঠানের গোডাউন আছে। এই গোডাউনে ক্রেস্ট তৈরি করা হতো। গোডাউন ভেতরে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ থাকায় আগুন নেভাতে আমাদের সমস্যা হচ্ছে। দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেগ পেতে হয়েছে।
তিনি বলেন, এই অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটির দেওয়া প্রতিবেদন থেকেই আগুন লাগার আসল কারণ জানা যাবে।
ভবনটিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিল্ডিং কোড অনুযায়ী আমরা এখনও ভবনটিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা দেখতে পাইনি। বলতে গেলে ভবনের নিজস্ব কোনো ফায়ারফাইটিং ব্যবস্থা ছিল না। তবে পাশের একটি ভবনে পানি যাচ্ছিল। প্রথম আধাঘণ্টা সেই পানি দিয়েই আমরা আগুন নেভানোর চেষ্টা করেছি।
তিনি আরও বলেন, আমাদের অভিযান এখনও শেষ হয়নি। ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত পরে বলতে পারব।
এমএসি/এমএইচএস