‘আরডিসি’ নাজিম উদ্দিন ও তার স্ত্রীর সম্পদের হিসাব চেয়েছে দুদক
কুড়িগ্রামের আলোচিত আরডিসি নাজিম উদ্দিন (সাবেক) ও তার স্ত্রীর সম্পদের হিসাব চেয়ে নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নাজিম উদ্দিন বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (সাময়িক বরখাস্তকৃত)।
সংস্থাটির প্রাথমিক অনুসন্ধানে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের প্রমাণ পাওয়ায় তাদের আগামী ২১ কার্যদিবসের মধ্যে স্বনামে ও বেনামে অর্জিত যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস এবং তা অর্জনের বিস্তারিত বিবরণীসহ সম্পদের হিসাব দাখিল করতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুদকের প্রধান কার্যালয় থেকে ওই নোটিশ পাঠানো হয়েছে বলে সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা উপপরিচালক মুহাম্মদ আরিফ সাদেক ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন। দুদকের অনুসন্ধানে অঢেল সম্পদ অর্জনের সত্যতা পাওয়ায় এই নোটিশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
নোটিশে বলা হয়, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাথমিক অনুসন্ধান করে কমিশনের স্থির বিশ্বাস জন্মেছে যে, নাজিম উদ্দিন স্বনামে/বেনামে বিপুল পরিমাণ সম্পদ/সম্পত্তির মালিক হয়েছেন। তাই নোটিশ পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে তার নিজের, নির্ভরশীল ব্যক্তিবর্গের যাবতীয় স্থাবর/অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ নির্ধারিত ফরমে দাখিল করতে বলা হয়।
আদেশে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে যদি তিনি উক্ত সম্পদ বিবরণী দাখিল করতে ব্যর্থ হন অথবা মিথ্যা বিবরণী দাখিল করেন তাহলে ২০০৪ সালের দুর্নীতি দমন কমিশন আইনর ২৬(২) ধারা অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে দুদক।
উল্লেখ্য, গত বছরের ১৩ মার্চ কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলামের বাড়িতে ঢুকে তাকে নির্যাতন করা হয়। পরে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের কারাদণ্ড দেয়। অভিযানকালে তার বাড়িতে আধা বোতল মদ এবং গাঁজা পাওয়ার অভিযোগ আনা হয়। এ ঘটনার জেরে ওইসময় দেশজুড়ে তীব্র সমালোচনা শুরু হয়। এরই পরিপ্রেক্ষিতে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় পরদিন ঘটনাস্থলে যান অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আবু তাহের মো. মাসুদ রানা। তার প্রতিবেদনের ওপর ভিত্তি করে তৎকালীন জেলা প্রশাসক সুলতানা পারভীন, আরডিসি নাজিম উদ্দিন ও সহকারী কমিশনার রিন্টু বিকাশ চাকমা ও এসএম রাহাতুল ইসলামকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।
আরএম/এসকেডি