‘নিখোঁজের তথ্য কাউন্টার টেররিজমকে জানাতে হবে’
১৬ বছরের বেশি বয়সী কেউ নিখোঁজ হয়েছেন মর্মে তথ্য পেলে কিংবা থানায় জিডি হলে, সংশ্লিষ্ট থানাকে সে বিষয়ে অবশ্যই কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটকে জানাতে হবে। এমনটিই বললেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
বুধবার সকালে ডিএমপি সদর দফতরে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এ বিষয়ে কথা বলেন।
মোহা. শফিকুল ইসলাম বলেন, দেশে আইন-শৃঙ্খলার যাতে অবনতি না ঘটে, সে দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। প্রকৃত অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। দায়িত্বপ্রাপ্ত সবাইকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। ঢাকা শহরের অপরাধ প্রতিরোধে সবাইকে আরও নিরলসভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, ১৬ বছরের বেশি বয়সী ব্যক্তি নিখোঁজ হয়েছে মর্মে তথ্য পেলে কিংবা থানায় জিডি হলে এ সংক্রান্ত বিষয়ে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটকে জানাতে হবে।
জুন ও জুলাই মাসে অস্ত্র, মাদক, গ্রেফতারি পরোয়ানা তামিলসহ বিভিন্ন ক্যাটাগরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় স্বীকৃতি হিসেবে ডিএমপির বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন কমিশনার।
এমএসি/আরএইচ