ডিএসসিসির উন্নয়নমূলক কাজের জনবল নিয়োগে ৩ সদস্যের কমিটি
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রকৌশল বিভাগের উন্নয়নমূলক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের স্বার্থে জনবল নিয়োগের জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
ডিএসসিসির সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়।
ডিএসসিসির প্রধান প্রকৌশলীকে আহ্বায়ক, সচিবকে সদস্য সচিব ও প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তাকে সদস্য করে এই কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি ৫০ জন জনবল বাছাই করে সুপারিশ করবে।
এদিকে উন্নয়নকে প্রাধান্য দিয়ে ৩০ বছর দীর্ঘ-মেয়াদী মহাপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছে ডিএসসিসি। এরই মাঝে পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। তারা প্রাথমিক কার্যক্রমও শুরু করেছে। সেই মহাপরিকল্পনায় ওয়ার্ডভিত্তিক উন্নয়নকে প্রাধান্য দিচ্ছে ডিএসসিসি। এলাকার চাহিদা নির্ধারণ ও জনঘনত্বকে বিবেচনায় নিয়ে ওয়ার্ডভিত্তিক উন্নয়নকে মহাপরিকল্পনার আওতায় আনা হচ্ছে।
মঙ্গলবার (১৭ অগাস্ট) নগর ভবনে অনুষ্ঠিত করপোরেশনের দ্বিতীয় পরিষদের ৯ম বোর্ড সভায় মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, কাউন্সিলরদেরকে নিয়ে মহাপরিকল্পনা প্রণয়নে চুক্তি হওয়া পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে শিগগির বৈঠক করা হবে।
মেয়র বলেছেন, ঢাকা শহরে যেসব সরকারি সংস্থা কার্যক্রম পরিচালনা করে থাকে তাদেরকে নিয়ে ইতোমধ্যে পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে আমরা একটি মতবিনিময় সভা করেছি। কাউন্সিলরদের নিয়েও একটি মতবিনিময় সভার আয়োজন করা হবে। সেখানে কাউন্সিলররা সুচিন্তিত মতামত দেবেন। এলাকার উন্নয়নকে তুলে ধরার পাশাপাশি কাউন্সিলররা তাদের এলাকার চাহিদার বিষয়গুলোও তুলে ধরবেন।
এএসএস/ওএফ