অভিমানী ছেলের খোঁজে ডিএনএ, ৮ মাস পর মিলল লাশ
ঘর থেকে অভিমান করে গত বছরের ৩০ নভেম্বর বের হয়ে গিয়েছিলেন আজিজুর রহমান। অভিমানী ছেলেকে এরপর থেকেই খুঁজছিলেন বাবা মো. নুরুল আমিন। কিন্তু দিন, সপ্তাহ, মাস পেরিয়ে গেলেও সন্তানকে আর ফিরে পাননি তিনি।
সোমবার (১৬ আগস্ট) ডিএনএ টেস্টের পর খোঁজ মিলল তার সন্তানের। তবে জীবিত নয়, মৃত। গত বছর ডিসেম্বরে পুকুরে ডুবে মারা যান আজিজ। এরপর বেওয়ারিশ হিসেবে তার লাশ দাফন করে আঞ্জুমান মুফিদুল ইসলাম।
মঙ্গলবার (১৭ আগস্ট) ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, পুকুরে ডুবে আজিজের মৃত্যু হয়। কিন্তু তখন তার পরিচয় পাওয়া যায়নি। বেওয়ারিশ হিসেবে তখন লাশ দাফন করে আঞ্জুমান মুফিদুল ইসলাম।
তিনি বলেন, সন্তান নিখোঁজের পরপরই নগরীর ডবলমুরিং থানায় নিখোঁজ ডায়েরি করেন মো. নুরুল আমিন। আজিজের ছবি থাকলেও সেই ছবিতে চেনা যাচ্ছিল না। তাই ডিএনএ টেস্ট করানো হয়। অবশেষে সোমবার সেই টেস্টের ফলাফল পাওয়া যায়। তাতে বাবার সঙ্গে ৯৯ দশমিক ৯৯ শতাংশ মিলে যায় আজিজের ডিএনএ।
কেএম/ওএফ