চন্দ্রিমা উদ্যানের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ
চন্দ্রিমা উদ্যানে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, জড়িতদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে।
মঙ্গলবার (১৭ আগস্ট) সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে দলটির ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ মহানগরের নতুন কমিটি ফুল দিতে গিয়েছিল। তারা সেখানে উশৃঙ্খল ঘটনা ঘটিয়েছে। করোনার কারণে বলে দেওয়া আছে সমাবেশ নয়, এক জায়গায় সমবেত হওয়া যাবে না।
তারপরেও তারা এটা উপক্ষো করে, শতশত ফলোয়ার নিয়ে জোর করে ঢুকেছে এবং শান্তিভঙ্গের চেষ্টা করেছে। ওখানে পুলিশের ওপর ইটপাটকেল ছুড়েছে। যার ফলে পুলিশ বাধ্য হয়ে টিয়ার গ্যাস দিয়ে তাদের নিবৃত করেছে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে, বলেন মন্ত্রী।
উল্লেখ্য, মঙ্গলবার সকালে চন্দ্রিমা উদ্যানে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
এসএইচআর/জেডএস