তেজগাঁও থানা বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ গুলিবিদ্ধ ২
রাজধানীর শেরেবাংলা নগরে চন্দ্রিমা উদ্যানে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তেজগাঁও থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান টগর (৪৬) ও আবুল কালাম (৬২) নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।
মঙ্গলবার (১৭ আগস্ট) পৌনে ১২টায় তাদের গুলিবিদ্ধ অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এখানে তাদের চিকিৎসা চলছে।
গুলিবিদ্ধ নেতার সহকর্মী ফারুক ঢাকা পোস্টকে বলেন, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির নেতাকর্মীরা বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে যায়। বিএনপির নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে শহীদ জিয়ার কবর জিয়ারত করতে এলে পুলিশ বাধা দেয়। পরে পুলিশ হঠাৎ রাবার বুলেট ছোড়ে এবং নেতাকর্মীদের ধাওয়া দেয়। পরে আমাদের অনেক নেতাকর্মী পুলিশের গুলিকে আহত হয়। আমরা ২ জনকে ঢাকা মেডিকেলে নিয়ে এসেছি।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, চন্দ্রিমা উদ্যানে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে দুইজন ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে এসেছে। এখানে তাদের চিকিৎসা চলছে।
এসএএ/এসএম